OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

West Bengal নয়, শুধুই Bengal চান মমতা, চাপ কেন্দ্রকে

এদিন ফের নতুন করে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ বা West Bengal থেকে বদলে ‘বাংলা’ বা Bengal করার পক্ষে সাওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
05:53 PM Jan 11, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: এই বার প্রথম এমনটা মোটেও নন। কার্যত এক দশক ধরে তিনি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। একবার নয়, একাধিকবার। কেন্দ্রকেও আর্জি জানিয়েছেন। কেন্দ্র যা যা পাঠাতে বলেছিল দাবিকে মান্যতা দেওয়ার জন্য সেই সব কিছু রাজ্যের তরফে পাঠানো হয়েছে। কিন্তু তারপরেও আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র সরকার। তাই ২৪’র ভোট যখন দরজায় কড়া নাড়ছে তখন বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে নিশানা বানালেন তিনি এদিন নবান্ন থেকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদিন ফের নতুন করে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ বা West Bengal থেকে বদলে ‘বাংলা’ বা Bengal করার পক্ষে সাওয়াল করলেন।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা রাজ্যের নাম(Name of the State) সংক্রান্ত বিষয়ে দু’বার বিধানসভায় বিল পাশ করিয়েছি। ওরা যা যা তথ্য চেয়েছে, সব দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটি তাঁরা দিচ্ছে না। বোম্বে থেকে মুম্বই হয়েছে, উড়িষ্যা থেকে ওড়িশা হয়েছে, আমাদের কেন হবে না? আমাদের কী অপরাধ? রাজ্যের নাম বাংলা হবে যে সব ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় ও পড়াশোনা করতে যায়, তাঁরা অনেক সুবিধা পাবে। কোনও বৈঠকে গেলে আমাদের অপেক্ষা করে থাকতে হয়ে শেষের দিকের জন্য। ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। বাংলার গুরুত্বটা কমিয়ে দেওয়া হয়। আমি মনে করি না, এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে। পঞ্জাব ভারতের একটি রাজ্য, আবার পাকিস্তানেও একটি রাজ্য আছে পঞ্জাব। সেরকম বাংলাদেশ নামে যদি একটি দেশ থাকতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারে না? এই নিয়ে আমরা অনেকবার অনুরোধ করেছি। তাও আটকে আছে। রাজ্যের নাম বাংলা হলে আপত্তি কোথায়?’

Tags :
bengalMamata BanerjeeName of the StateNarendra modiwest bengal
Next Article