OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

প্রচারে বেরিয়ে 'জয় হো' গানে কোমর দোলালেন শশী থারুর

যদিও ২০০৫ সালে আসনটি জেতেন পান্নান রবীন্দ্রন। যদিও বিজেপি কেরলের তিরুবনন্তপুরমে মাত্র একবার জয়লাভ করেছিল। টানা চারবার তিরুবনন্তপুরমে প্রার্থী হয়েছেন শশী থারুর।
06:54 PM Apr 22, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ৭ দফায় চলবে চব্বিশের ভোটপর্ব। তবে এখনও প্রচারপর্ব শেষ হয়নি শাসক বিরোধী দলগুলির। এ বছর সমস্ত দলীয় মহলেই চমক। কারণ একঝাঁক তারকা প্রার্থী হয়েছেন। নিজের মতো করে প্রচারে বেরোচ্ছেন সকলে, আর প্রতিদিনই আনছেন নানা ধরনের চমক। তবে শুধু সেলিব্রিটিরাই নয়! প্রচারে বেরিয়ে খেল দেখাচ্ছেন রাজনৈতিক নেতারাও। জনগনের চোখে নিজের দৃষ্টি আকর্ষণের জন্যে কোনও কসরতই ছাড়ছেন না।

সোমবার তিরুঅনন্তপুরম লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বলিউডের বিখ্যাত গান 'জয় হো'-র তালে নেচে কামাল করলেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। এদিন সাদা কুর্তা পরে মনের আনন্দে অস্কার বিজয়ী গান 'জয় হো'-এর সুরে নাচলেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি একা নন, নাচ শুরু করতেই তাঁকে ঘিরে আরও কংগ্রেস কর্মীরা নাচতে শুরু করেন। যার মধ্যে ছিলেন একাধিক মহিলা ও শিশু। শশী থারুর তিরুঅনন্তপুরম আসনে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং সিপিআই-এর পান্নান রবীন্দ্রনের সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন। যদিও ২০০৫ সালে আসনটি জেতেন পান্নান রবীন্দ্রন। যদিও বিজেপি কেরলের তিরুঅনন্তপুরমে মাত্র একবার জয়লাভ করেছিল। টানা চারবার তিরুঅনন্তপুরমে প্রার্থী হয়েছেন শশী থারুর। এই মুহূর্তে সেখাঙ্কার বিদায়ী সাংসদ তিনি। চারবার একই কেন্দ্রের বিজয়ী হওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়।

 

তিনি বরাবরই বলে এসেছেন, "আমার প্রাথমিক উদ্বেগ ছিল আমার ভোটারদের মঙ্গল, এবং আমি আত্মবিশ্বাসী যে তিরুঅনন্তপুরমের জনগণ আবারও আমার প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনবে।" এ বার নির্বাচনে প্রার্থী হয়ে শশী থারুর কেরলে বেশ কয়েকটি রোডশো এবং সমাবেশ করছেন এবং পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সহ বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা কেরলে এপ্রিলের সাধারণ নির্বাচনের দৌড়ে তাঁর পক্ষে প্রচার করছেন। কেরলে আগামী ২৬ এপ্রিল নির্বাচন।

Tags :
Shashi Tharoor
Next Article