For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার মধ্যেই লক্ষাধিক কর্মসংস্থানের ঘোষণা মমতার

03:54 PM Apr 24, 2024 IST | Sundeep
২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার মধ্যেই লক্ষাধিক কর্মসংস্থানের ঘোষণা মমতার
Advertisement

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: কলকাতা হাইকোর্টের এক রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। আর একসঙ্গে প্রায় ২৬ হাজার কর্মজীবীর চাকরি যাওয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যে আরও লক্ষাধিক কর্মসংস্থানের ঘোষণা করলেন। কোথায় ওই কর্মসংস্থান হবে তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

Advertisement

বুধবার বর্ধমানের আউশগ্রামের নির্বাচনী সভায় ২৬ হাজারের শিক্ষকের চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে এনে তৃণমূল নেত্রী বলেন, ‘চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। কোন দফতর কীভাবে চাকরি দেয়, সেটায় আমি মাথা ঘামাই না। সেটা সেই দফতরের ব্যাপার। কিন্তু একসঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনায় আমার খারাপ লেগেছে।’ বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি শিক্ষকরা চাকরি করবে না? কোর্ট আটকে দিচ্ছে। বিজেপির একটা মহামিলন কেন্দ্র। অন্য কেউ যদি বিচার হয়, বিচার পাবেন না। যারা মানুষের চাকরি খাচ্ছে, তারা আসামীদের জামিন দিয়ে দিচ্ছে। আমি বিচারপতিদের নিয়ে বলব না। কিন্তু আমি রায় নিয়ে বলছি। কিন্তু একবারে ২৬ হাজার চাকরি খাওয়া! এটা কি একেবারে মজার মুলুক?’

Advertisement

এর পরেই লক্ষাধিক কর্মসংস্থানের ঘোষণা করে মমতা বলেন, ‘প্রচণ্ড গরম পড়ছে। ক্রমাগত বিদ্যুতের চাহিদা বাড়ছে।  কয়েক বছরে বাংলা বিদ্যু‍ৎ উ‍ৎপাদনে রেকর্ড করবে। সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে।’ সরকারি কর্মচারিদের বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘সরকারি কর্মচারীদের বলব, বিজেপিকে একটা ভোট দেবেন না! কে জানে, আবার চাকরি খাবে কবে? এরা কোর্ট কিনে নিয়েছে, এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই, এনআইএ কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের থেকে এখনও বিচারের আশা করি।’

Advertisement
Tags :
Advertisement