OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৩ বছরের বেশি সময় ধরে থাকা আইসি'দের তালিকা তৈরির নির্দেশ

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল এ রাজ্যের পুলিশ প্রশাসনেও। ৪টি তালিকা তৈরি করা হচ্ছে রাজ্য পুলিশের IC-দের।
04:02 PM Nov 03, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপরেই বেজে উঠবে ২৪’র ভোটের(General Election 2024) দামামা। সেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল এ রাজ্যের পুলিশ প্রশাসনেও(Police Administration)। রাজ্য পুলিশের যেসব IC ক্রিমিনাল কেসে বিচারাধীন তাঁদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হল। গতকাল রাজ্য পুলিশের এডিজি(সদর) কে জয়রামন এই তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তালিকা তৈরি করবেন সব জেলার পুলিশ সুপার(Police Super), ডিআইজি(DIG) এবং কমিশনারেট কর্তৃপক্ষ। তালিকা পেশ করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। রাজ্য পুলিশ প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, এই নির্দেশিকায় মোট ৪টি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, কোন কোন IC নিজের জেলায় পোস্টিং রয়েছেন এবং কোন কোন IC রাজ্য পুলিশের একই ইউনিটে ৩ বছর ধরে রয়েছেন।  

উল্লেখ্য, লোকসভা নির্বাচন ২০২৪ সালের গোড়ায় হওয়ার কথা। এই কথা মাথায় রেখেই তালিকাটি তৈরি করা হচ্ছে। কারণ, নির্বাচন বিধি কার্যকর হলেই রাজ্যজুড়ে শুরু হবে IC-দের বদলি। তাই এই গুরুত্বপূর্ণ তালিকা তার আগেই হাতে নিয়ে ভোটের প্রাথমিক প্রস্তুতি সেরে রাখতে চাইছেন পুলিশ প্রশাসনের কর্তারা। এদিকে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রাজ্য ও কলকাতা পুলিশের প্রায় ৮০ জনের একটি তালিকা বিজেপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। ওই পুলিশ আধিকারিকেরা, শাসক দলের হয়ে কাজ করেন, এমনই অভিযোগ বিজেপির। ওই সব আধিকারিকেরা যাতে ২৪’র ভোটে কোনও দায়িত্ব না পান তার জন্যই ওই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিতে চলেছে বিজেপি। এমনকি যে সব পুলিশ আধিকারিক এক জেলায় কয়েক বছর ধরে রয়ে গিয়েছেন তাঁদের সরানোর দাবিও পদ্ম শিবিরের তরফে করা হতে পারে বলা জানা গিয়েছে।

Tags :
DIGGeneral Election 2024ICPolice AdministrationPolice Super
Next Article