OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

উপচে পড়া ভিড়, ছবি দেখে হাসছেন নেটিজেনরা

বস্তুত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনের সময়েও মোদির সভায় এত কম মানুষের ভিড় চোখে পড়েনি।
04:01 PM Mar 01, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: মুখে দাবি লাখো মানুষের ভিড়। বাস্তবের ছবি বলছে ৫০ হাজারও লোক হয়েছে কিনা সন্দেহ। লোকসভা নির্বাচনের(General Election 2024) প্রাক্কালে হুগলি জেলার(Hooghly District) আরামবাগে(Aarambag) কালিপুরের মাঠে সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কার্যত এই সভা দিয়ে এদিন অর্থাৎ ১ মার্চ থেকেই বাংলার(Bengal) বুকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভা যাতে সফল হয় তার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে নির্দেশ এসেছিল কমপক্ষে ২ লক্ষ মানুষের সমাগম ঘটাতে হবে। কিন্তু খোদ প্রধানমন্ত্রী সভায় হাজির হওয়ার পরেও সেই সভাস্থলে জনপ্লাবন চোখে পড়েনি। নানা সংবাদমাধ্যমের ড্রন শটে যে সব দৃশ্য ও ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, সভায় মেরেকেটে হাজার ৫০ লোক হয়েছে। তার বেশি কোনও ভাবেই নয়। যদিও বেশ পরিকল্পিত ভাবেই বিজেপির তরফে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়ে গিয়েছে, সভায় নাকি লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। আর তা দেখে নেটিজেনরা এখন হাসছেন। বস্তুত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনের সময়েও মোদির সভায় এত কম মানুষের ভিড় চোখে পড়েনি।

উনিশের ভোটে হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রটি দেড় হাজারেরও কিছু কম ভোটে তৃণমূলের(TMC) কাছে হেরেছিল বিজেপি(BJP)। একুশের ভোটে সেই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টিতেই জিতেছিল বিজেপি। রাজনৈতিক সমীক্ষকদের দাবি, ২৪’র ভোটেও আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা গোঘাট, খানাকুল, পুরুশুড়া ও আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে লিড তুলবে বিজেপি। কিন্তু বাকি ৩টি বিধানসভা কেন্দ্র হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোণা থেকে লিড তুলবে তৃণমূল। বিজেপি ৪টি বিধানসভা কেন্দ্র থেকে যে পরিমাণ লিড তুলবে তার থেকেও তৃণমূলে বেশি ভোটের লিড তুলবে ৩টি বিধানসভা কেন্দ্র থেকে। শেষে দেখা যাবে খুব কম করে হলেও ১০ হাজার ভোটের ব্যবধানে আসন ধরে রেখেছে তৃণমূলই। যদিও বিজেপির দাবি, এই সব দাবি মনগড়া। প্রধানমন্ত্রী এলে এই আসন নিশ্চিত। আর তাই এই আসন থেকেই এদিন বাংলার বুকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদি। কিন্তু অতিবড় বাম প্রভাবিত ও তৃণমূল বিরোধী কেন্দ্রে মাত্র ৫০ হাজারে ভিড় বিজেপি মুখে শেষ অবধি ঠিক কতটা হাসি ফোটাতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

Tags :
AarambagbengalBJPGeneral Election 2024Hooghly District.Narendra modiTmc
Next Article