For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

৭ বছর পর বলিউডে কামব্যাক পাকিস্তানি গায়ক আতিফ আসলামের

এদিকে ২০২৩ সালের বিশ্বকাপে খেলার জন্যে পাকিস্তানিদের ভারতে ফের আসতে হয়, এরপরেই সে দেশের বিনোদন মহলে তারকাদের দিয়েও কাজ করার অনুমতি দেওয়া হোক।
04:37 PM Feb 01, 2024 IST | Sushmitaa
৭ বছর পর বলিউডে কামব্যাক পাকিস্তানি গায়ক আতিফ আসলামের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পাক্কা ৭ বছর পর ভারতবাসী ফের শুনতে পারবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কন্ঠের নতুন গান। ভারতীয় চলচ্চিত্রে ফের গাইতে চলেছেন প্রখ্যাত গায়ক আতিফ আসলাম। ভালোবাসার গানগুলিতে তাঁর কন্ঠের যাদুতে পাগল হয়ে যেত সবাই, কিন্তু পাক্কা ৮ বছর পাকিস্তানিদের জন্যে ভারতের দরজা বন্ধ হয়ে যায়। আমজনতা তো দূর, ক্রিকেট মহলে হোক বা কোনও শিল্পমহলে কোথাও কোনও তারকা দের ভারত প্রবেশের অনুমতি ছিল না। এমনকি শাহরুখ-মাহিরার 'Raees'-এও প্রচার করতে পারেননি পাকিস্তানি নায়িকা মাহিরা খান। পুলওয়ামা attack-এর পরেই পাকিস্তানিদের জন্যে ভারতের দরজা বন্ধ হয়ে যায়। যদিও দেশে আসলেও কোনও শিল্পে যোগ দিতে পারেননি সে দেশের তারকারা।

Advertisement

এদিকে ২০২৩ সালের বিশ্বকাপে খেলার জন্যে পাকিস্তানিদের ভারতে ফের আসতে হয়, এরপরেই সে দেশের বিনোদন মহলে তারকাদের দিয়েও কাজ করার অনুমতি দেওয়া হোক। বম্বে হাইকোর্ট রায়ও দিয়েছে বিনোদন মহলে পাকিস্তানি তারকাদের ভারতে কাজের অনুমতি দেওয়া হোক। এরপরই মিলল সুখবর! দীর্ঘ সাত বছর পর বলিউডে ফিরতে চলেছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করা নিষিদ্ধ করা হয়েছিল। বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের একটি প্রতিবেদন অনুসারে, 'দিল দিয়া গ্যালান' গায়ক ৯০-এর দশকের লাভ স্টোরি শিরোনামের আসন্ন ছবিতে গাইতে চলেছেন, যেটি পরিচালনা করছেন অমিত কাসারিয়া।

Advertisement

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অধ্যয়ন সুমন ও দিভিতা রাই। প্রেমের গল্পের প্রযোজক এবং পরিবেশক, হরেশ সাঙ্গানি এবং ধর্মেশ সাঙ্গানি বলেছেন, 'আতিফ আসলামের জন্য ৭-৮ বছর পর ফিরে আসা খুবই আশ্বাসের বিষয়। আমরা খুব খুশি কারণ তিনি আমাদের চলচ্চিত্র '৯০ দশকের প্রেমের গল্পে প্রথম গানট গাইতে চলেছেন। আতিফ আসলামের ভক্তরা খুব রোমাঞ্চিত হবেন। আমাদের ছবির মাধ্যমে তিনি বলিউডে কামব্যাক করতে চলেছেন।" ছবির নির্মাতারাও প্রকাশ করেছেন যে, গায়ক তাদের ছবিতে একটি গান গাইছেন। আতিফ আসলাম ২০০৩ সালে 'জল' নামের জনপ্রিয় ব্যান্ডের মাধ্যমে তার সংগীত যাত্রা শুরু করেছিলেন। আতিফ বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড ট্র্যাকের মধ্যে রয়েছে পেহলি নজর মে, বাখুদা তুমি হো, তু জানে না, জিনা জিনা, ম্যায় রং শরবতোন কা, সহ।

Advertisement
Tags :
Advertisement