For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

লক্ষ্মীবারে রাজ্যের সরকারি কর্মচারীদের লক্ষ্মীলাভ, শুরু ১৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা প্রদান

রাজ্য বাজেটের ঘোষণা মোতাবেক এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ হারে DA পেতে শুরু করে দিলেন। খুশির হাওয়া কর্মচারী মহলে।
03:45 PM May 30, 2024 IST | Koushik Dey Sarkar
লক্ষ্মীবারে রাজ্যের সরকারি কর্মচারীদের লক্ষ্মীলাভ  শুরু ১৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা প্রদান
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গত বছর ২১ ডিসেম্বর সরকারি কর্মীদের(West Bengal State Government Employees) জন্য ৪ শতাংশ DA ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেড় মাসের মাথায় ফের বাজেটে ৪ শতাংশ DA-র ঘোষণা করা হয়। নবান্ন সূত্রে খবর, সেই ঘোষণা মোতাবেক এদিন অর্থাৎ বৃহস্পতিবার সাত সকালেই DA -সহ মে মাসের বেতন পেয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকেরা। রাজ্য়ের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই এদিন অফিস পৌঁছনোর আগেই বেতন(Salary) ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন। মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ। যদিও সেটা নতুন কিছু নয়। তবে অনেকেই আবার কেন্দ্র-রাজ্য DA-র ফারাক তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন। এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ হারে DA পেতে শুরু করে দিলেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে Increment হয় সরকারি কর্মীদের। যার যা বেসিক তার ৩% বেতন বাড়ে। ফলে আগামী মাসেও আরও কিছুটা টাকা বাড়বে তাঁদের।

Advertisement

জানা গিয়েছে, রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে অধিকাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এদিন সকাল ৯টা থেকে সাড়ে ন’টার মধ্যে টাকা ঢুকে গিয়েছে। তাতেই দেখা যাচ্ছে মোটের ওপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে ৮০০ টাকার মতো বেড়েছে। যেমন, ধরা যাক একজন Group-D স্টাফ এখন বেসিক পান ১৭ হাজার টাকা। চাকরির বয়স অনুযায়ী কারও বেসিক বেড়ে এখন ১৭,৬০০ তো কারও ২২,২০০ কারও আবার ৩০,০০০ টাকা হয়েছে। ফেব্রুয়ারি মাসেও তাঁরা বর্ধিত DA অনুযায়ী টাকা পেয়েছেন। আবার প্রায় ৭০০-৮০০-৯০০ টাকা করে এক একজনের এদিন DA সহ বেতন ঢুকেছে। সব মিলিয়ে বলা যেতে পারে, Group-D কর্মীদের মাইনে ২১,৩০০ টাকা, যা ফেব্রুয়ারি মাসে ৪ শতাংশ বর্ধিত DA-র পর হয়েছিল ২১,৯৭২টাকা, তা আরও ৪ শতাংশ বেড়ে এদিন হয়েছে ২২,৬৭৬ টাকা। Lower Division Assistant বা LDA-দের শুরুর দিকে মাইনে ২৭,০০০ টাকা, যা ফেব্রুয়ারি মাসে ৪ শতাংশ বর্ধিত DA র পর হয়েছিল ২৮,০০০ টাকা, এদিন তা আরও ৪ শতাংশ বেড়ে হয়েছে ২৯, ১০০ টাকা।

Advertisement

ICDS Supervisor-দের মাইনে ৩৪,৬৫৮ টাকা, ফেব্রুয়ারির ৪ শতাংশ আর এবার ৪ শতাংশ বেড়ে হল ৩৬,৯১৪ টাকা। ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মোটের ওপর ২৯ হাজার টাকা যা এবারে বেড়ে হয়েছে, ৩২ হাজার টাকা। নতুন হারে DA-র ক্ষেত্রে তাঁরা আরও ১২৮০ টাকা অতিরিক্ত বেতন পেয়েছেন। BDO-দের ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক ছিল ৫৬,১০০ টাকা মতো। তাঁরা DA পেয়েছেন ২২৪৪ টাকা। কলকাতা পুলিশের কনস্টেবল, রাজ্য পুলিশ, লেডি কনস্টেবেলরা DA বাড়ার পর প্রায় ৯০০-১৪০০ টাকা বেশি পেয়েছেন এদিন। মিসেলেনিয়াস এর কিছু পদে যেমন, Revenue Inspector, Lady Extension Officer-দের মাইনে ছিল ৩৪,৬৫৮ টাকা যা ফেব্রুয়ারি মাসের ৪ শতাংশ বর্ধিত DA-র পর হয়েছিল ৩৫,৭৫৮ টাকা, এদিন আরও ৪ শতাংশ DA যোগ হয়ে তা বেড়ে হয়েছে ৩৬,৯১৪ টাকা।

Advertisement
Tags :
Advertisement