For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে জট কাটাতে উদ্ধবকে ফোন রাহুলের

10:38 AM Feb 23, 2024 IST | Srijita Mallick
মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে জট কাটাতে উদ্ধবকে ফোন রাহুলের
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এই আবহেই মহারাষ্ট্রের আসন ভাগাভাগি নিয়ে উদ্ধব ঠাকরকে ফোন করলেন  কংগ্রেস নেতা রাহুল গান্ধি । জানা গিয়েছে তাদের মধ্যে প্রায় এক ঘণ্টার বেশি সময় কথা হয়েছে।  তবে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা এখন স্পষ্ট নয়।

Advertisement

সূত্রের খবর, মুম্বইয়ের ছ'টি লোকসভা আসনে লড়তে চায় কংগ্রেস । সেগুলি হল মুম্বই সাউথ সেন্ট্রাল, মুম্বই নর্থ সেন্ট্রাল এবং মুম্বই নর্থ ওয়েস্ট এই তিনটি আসন। অন্যদিকে মুম্বই সাউথ, মুম্বই নর্থ ওয়েস্ট, মুম্বই নর্থ ইস্ট এবং মুম্বই সাউথ সেন্ট্রাল-সহ রাজ্যের ১৮টি লোকসভা আসনে লড়বে উদ্ধব ঠাকরের শিবসেনা।

Advertisement

২০১৯ সালে অবিভক্ত শিবসেনা লোকসভা নির্বাচনে ৪৮ টি আসনের মধ্যে ২২ টি আসনে লড়াই করেছিল। সেসময় মুম্বাইয়ের তিনটি সহ ১৮ টি জিতেছিল শিবসেনা। তবে মহারাষ্ট্র রাজ্য নির্বাচনের পরে ক্ষমতা ভাগাভাগির শর্তে একমত হতে ব্যর্থ হয়। এরপরেই উদ্ধব ঠাকরের দল বিজেপির সাথে ২৫ বছরের জোটের অবসান ঘটায়।শিবসেনা বিভক্ত হওয়ার পরে মহা বিকাশ আঘাদি সরকার পড়ে যায়। সেইসময় একনাথ শিন্ডের গোষ্ঠী বিজেপির সাথে নতুন সরকার গঠন করে।

অন্যদিকে চলতি বছরের গোড়ায় শরদ পাওয়ারের এনসিপিতেও একই রকম ভাঙন দেখা দেয়। প্রবীণ শরদের ভাইপো অজিত পাওয়ার একনাথ শিন্ডে-বিজেপি জোট সরকারে যোগ দেন। মহারাষ্ট্রের দুই প্রধান নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ এবং মিলিন্দ দেওরা বিজেপিতে যোগ দেওয়ার জেরেই চাপে পড়ে কংগ্রেস। সেই আবহেই মহারাষ্ট্রের আসন ভাগাভাগি নিয়ে উদ্ধব ঠাকরকে ফোন করলেন   রাহুল।

Advertisement
Tags :
Advertisement