For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রেমে হাবুডুবু খাচ্ছেন রণজয়-মিশমি! গুজবের উত্তর দিলেন জুড়ি

এবার এই গুঞ্জন শেষ করলেন রণজয়, মিশমি নিজেই। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানালেন, তাঁদের সম্পর্কটা আদেউ কী? ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই রণজয়-মিশমির প্রেমের জল্পনা ওঠে।
05:08 PM May 29, 2024 IST | Susmita
প্রেমে হাবুডুবু খাচ্ছেন রণজয় মিশমি  গুজবের উত্তর দিলেন জুড়ি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্ক নিয়ে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে গসিপ চলছেই। যে তালিকায় টলিউডের ছোট-বড় উভয় পর্দার সেলিব্রিটিরাই রয়েছেন।কখন কে কার প্রেমে পড়ছেন, কখন কাদের প্রেম ভাঙছেন, কোনটাই সংবাদের আড়ালে থাকে না। অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে অনেকদিন আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেতা রণজয় বিষ্ণুর। জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর এখন প্রেমের চর্চা চলছে। এদিকে বহুদিন ধরেই জল্পনা চলছিল রণজয় এখন অভিনেত্রী মিশমির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদনও নেটপাড়ায় ভাইরাল হয়েছিল। যা নজর এড়ায়নি তারকা যুগলেরও। এই মূহুর্তে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে লিডিং রোলে অভিনয় করছেন রণজয় বিষ্ণু।

Advertisement

ওই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিশমি দাস। আর সেট থেকেই তাঁদের প্রেম শুরু এমনটাই গুঞ্জন। এবার এই গুঞ্জন শেষ করলেন রণজয়, মিশমি নিজেই। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানালেন, তাঁদের সম্পর্কটা আদেউ কী? ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই রণজয়-মিশমির প্রেমের জল্পনা ওঠে। এবার মানুষের সেই ভ্রান্ত ধারণা ভাঙলেন রণজয়। ভিডিওতে রণজয় ও মিশমি জানান যে, তাঁদের প্রেমের পুরো বিষয়টি একটি গুজব মাত্র। রণজয়ের কথায়, ‘বাধ্য হয়ে এই ভিডিওটা করছি। বেশ কিছুদিন ধরেই আমাকে ও মিশমিকে নিয়ে একটি খবর ছড়াচ্ছে। এতে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। আমাদের একটাই অপরাধ, বন্ধুর বিয়েতে একসঙ্গে খেতে গিয়েছিলাম। কেন আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছে? তাই ভিডিও করে অনুরোধ করছি, আমাদের ছেড়ে দিন। এখনও সমাজে একটা মেয়েকে নিয়ে কোনও কথা বলা খুব সহজ। আমাদের সেটা মানতেই হবে, কিন্তু ওর একটা ব্যক্তিগত জীবন আছে। আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু এমন সম্পর্কের গুঞ্জন আমাদের বন্ধুত্বের উপর প্রভাব ফেলছে। বিভিন্ন লোকজন আমাকে আর মিশমিকে ফোন করে এই ব্যাপারে জিজ্ঞাসা করছে। এটা অনৈতিক। যে ভাবে এই খবর ছড়াচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে শুধু সহকর্মী ও বন্ধুত্বের সম্পর্ক আছে।’

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে মিশমি বলেছেন, ‘আরেকটা কথা সব সময় কোনও খবর রটানোর আগে দয়া করে যাচাই করে নেবেন, যদি কোনও প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ব্যক্তিগতভাবে ম্যাসেজ বা ফোন করবেন, দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না।’ ভিডিওর ক্যাপশনে রণজয় ও মিশমি লিখেছেন, ‘‘আমাদের নিয়ে দয়া করে এমন গুজব ছড়াবেন না। হাত জোড় করে অনুরোধ করছি। আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক বছরের পরিশ্রম আছে এই ভাবমূর্তির পিছনে। অনেক যত্ন করে লালন করেছি এই ভাবমূর্তি।’’

Advertisement
Tags :
Advertisement