OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রেকর্ড ব্যবসা বাংলার স্বনির্ভর গোষ্ঠীর ৭০ লক্ষেরও বেশি মহিলাদের, ২০ হাজার কোটিরও বেশি

চলতি অর্থবর্ষে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে ২২ থেকে ২৩ হাজার কোটি টাকা। নেপথ্য মমতার সরকারের প্রয়াস।
10:38 AM Mar 17, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের হাত ধরে এক রেকর্ড গড়ে দিলেন বাংলার(Bengal) স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সরকারি তথ্য বলছে চলতি অর্থবর্ষ(Current Financial Year) অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলার ৭০ লক্ষেরও বেশি মহিলা(More then 70 Lakhs Women) তাঁদের স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Groups) মাধ্যমে ২০ হাজার কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছেন। চলতি অর্থবর্ষ শেষ হরে আরও দেড় দুই সপ্তাহ বাকি আছে। তাই রাজ্যের আধিকারিকদের ধারনা এই অল্প সময়ের মধ্যেও বিকিকিনির পরিমাণ আরও কিছুটা বাড়বে। অর্থবর্ষের শেষে যদি দেখা যায় ব্যবসার(Business) পরিমাণ ২৩ হাজার কোটি টাকার আশেপাশে থাকছে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সব থেকে উল্লেখ যোগ্য বিষয়, এই ২০ বা ২৩ হাজার কোটি(23 Thousand Crores Rupees) টাকার ব্যবসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু করেছেন ঋণ নিয়ে। আর সেই ঋণও তাঁরা শোধ করেছেন সময়মতো। দিয়েছেন সুদও। এর নেপথ্য কিন্তু কাজ করে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের যথাযথ পরিকল্পনা এবং মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার অদম্য ইচ্ছা।  

বস্তুত ২০১১ সালে পরিবর্তনের পরে পরে মমতা লক্ষ্যমাত্রা নিয়েছিলেন বাংলার মহিলাদের, বিশেষ করে গ্রাম বাংলার মহিলাদের নিজের পায়ে দাঁড় করাবার। তাঁদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলায়। তাঁদের হাতে আর্থিক ক্ষমতায়ণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়ণের রাজদন্ড তুলে দেওয়ার। সেই লক্ষ্যই তিনি এবং তাঁর সরকার গত ১২ বছরেরও বেশি সময় ধরে নিরলক কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী জোর দিয়েছিলেন গ্রাম বাংলার বুকে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়াতে, সেই সব গোষ্ঠী যাতে ব্যাঙ্ক থেকে যথাযথ ভাবে ঋণ পায় তার ব্যবস্থা করে দিতে, গোষ্ঠীর উৎপাদিত পণ্য যাতে বিক্রির নাজার পেয়ে যায় সেই ব্যবস্থা করতে এবং ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ যাতে সময় মতো সুদ সহ ফেরত দেওয়া হয়ে তা দেখতে। এই ৪টি ক্ষেত্রেই সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলিকে এখন ঋণ দিতে পিছুপা হয়না কোনও সরকারি ব্যাঙ্ক। কেননা তাঁরা জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন, টাকা নিশ্চিত ভাবে ফেরত আসবে সময়ের মধ্যেই সুদ সহ।  

আসলে মুখ্যমন্ত্রী বুঝেছিলেন গ্রাম বাংলার বুকে গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাতে গ্রামের মহিলারাই সফল হবেন। গ্রামের মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এবং স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তার জন্য রাজ্যের একাধিক দফতর নিরলস ভাবে কাজ করে গিয়েছে এই ১২ বছরে। কত সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে, তা বছরের শুরুতে নির্ধারণ করে দিয়েছিল রাজ্য সরকারের অধীনস্থ West Bengal State Rural Livelihood Mission। প্রতি বছর একটু একটু করে সেই স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিটি গোষ্ঠীতে মহিলাদের যোগদানও বাড়ানো হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে প্রতি বছর। এই বছর তো রীতিমত রেকর্ডও তৈরি হয়ে গিয়েছে। চলতি অর্থবর্ষের শুরুতেই ঠিক করা হয়েছিল বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৩০ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্যের পঞ্চায়েত দফতরের সঙ্গে একাধিক সরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের বৈঠকের পরে। সেই ঋণ পান বাংলার প্রায় ৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকরা মনে করছেন, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলার ৭০ লক্ষেরও বেশি মহিলা চলতি অর্থবর্ষে ২০ হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছেন। সেই তথ্য ইতিমধ্যেই সরকারি পোর্টালে উঠেও গিয়েছে। যেহেতু এখনও চলতি অর্থবর্ষ শেষ হতে দেড়-দুই সপ্তাহ বাকি আছে তাই মনে হচ্ছে আরও অন্তত ২ থেকে ৩ হাজার কোটি টাকা বাড়বে ব্যবসার পরিমাণ। সেক্ষেত্রে সব মিলিয়ে চলতি অর্থবর্ষে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার পরিমাণ দাঁড়াবে ২২ থেকে ২৩ হাজার কোটি টাকা। জেলাওয়াড়ি হিসেব, পূর্ব মেদিনীপুর জেলায় ২৩০০ কোটির বেশি টাকা ঋণ নিয়ে ব্যবসা করেছেন মহিলারা। এই জেলায় একেক গোষ্ঠী পিছু গড়ে ৪ লক্ষ টাকা করে ঋণ নেওয়া হয়েছে। টাকার অঙ্কে এই জেলা শীর্ষে রয়েছে। তবে এখনও পর্যন্ত সর্বাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ব্যবসা করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পশ্চিম মেদিনীপুর, নদীয়া, বীরভূম জেলাও খুব একটা পিছিয়ে নেই।   

Tags :
23 Thousand Crores Rupees.bengalBusinessCurrent Financial YearMamata BanerjeeMore then 70 Lakhs WomenSelf Help Groups
Next Article