OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

টানা তিনদিন হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?

শনিবার আচমকা বুকে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী, এরপর তাঁর বুকে ধড়ফড় শুরু হয়। সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছিল তাঁর।
01:08 PM Jun 18, 2024 IST | Susmita

নিজস্ব প্রতিনিধি: গতকাল সোমবার (১৭ জুন) আচমকাই শোনা যায়, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। তাঁর অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তকুল। এখন কেমন আছেন অভিনেত্রী? টানা তিনদিন ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও স্থিতিশীল নন সন্ধ্যা রায়। কাটেনি আশঙ্কা। হার্টে এখনও সমস্যা রয়েছে তাঁর। সোমবার বুলেটিন প্রকাশ করে এমনটাই জানিয়েছে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল। যেখানে ভর্তি রয়েছেন বর্ষীয়ান নায়িকা। পাশাপাশি আরও জানা গিয়েছে, তাঁর চিকিৎসার জন্যে তিনজনের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। তাঁর স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনে আরও জানানো হয়েছে যে, শনিবার আচমকা বুকে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী, এরপর তাঁর বুকে ধড়ফড় শুরু হয়। সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছিল তাঁর। এরপর রুবি সারা শরীরে অস্বস্তি বোধ করার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে আনা হয়।

সেখানে জরুরি বিভাগে পরীক্ষার পরেই তাঁকে ভর্তি করে নিয়ে নেওয়া হয়। রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি-সহ একাধিক পরীক্ষানীরিক্ষা করা হয়েছে তাঁর। প্রসঙ্গত, সোমবার ছিল অভিনেতা অনুপ কুমারের জন্মদিন। তাঁর অধিকাংশ ছবিতেই নায়িকা ছিলেন সন্ধ্যা রায়। অনুপ কুমারের বিষয়ে সন্ধ্যা রায়ের বাড়িতে ফোন করার পর একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রীর বাড়ির সহকারি জানান বর্ষীয়ান অভিনেত্রী অসুস্থ। তিনি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। তখনই অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। বছরের শুরু থেকেই টলিউডে একের পর এক প্রবীণ তারকাদের স্বাস্থ্য অবনতির কথা প্রকাশ্যে এসেছে। পরিচালক প্রভাত রায়, কখনও মনোজ মিত্রের অসুস্থতার কথা প্রকাশ্যে এসেছিল। এমনকী এও জানা গিয়েছিল যে, অভিনেতারা হাসপাতালে ভর্তি হলেও তাঁদের দেখতে টলিউডের তেমন কেউ হাসপাতালে পৌঁছয়নি। আবার কিছুদিন আগে অভিনেত্রী উদয়শংকর চিকিৎসার খরচ জোগানোর অভাবে মারা গিয়েছিল। এছাড়াও কিছুদিন আগে প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী, এবং মাধবী মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতির কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তবে এখন তাঁরা সুস্থ। আবার এখন শোনা যাচ্ছে, সন্ধ্যা রায়ও অসুস্থ। বর্তমানে অভিনেত্রীর বয়স ৭৯ বছর।

আশি-নব্বইয়ের দশকের টলিউডের একজন ভারপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন সন্ধ্যা রায়। তাঁর অভিনীত ছোট বউ, বাবা তারকনাথ-সহ একাধিক ছবি আজও বাঙালির ইমোশন। বিশেষ করে সন্ধ্যা রায় অভিনীত ‘বাবা তারকনাথ’ ছবিটি বাংলা বিনোদন দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। এই ছবিতে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছিল তাঁর অভিনয়। প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের স্ত্রী ছিলেন সন্ধ্যা রায়। এদিকে বাংলা ইন্ডাস্ট্রির ষাট, সত্তরের দশকে অনুপকুমার-সন্ধ্যা রায় জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁদের জুটির প্রথম ছবি ছিল ১৯৬১-র ‘আহ্বান।’ এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘হাই হিল’, ‘পলাতক’, ‘জীবন কাহিনী’, ‘আলোর পিপাসা’, ‘ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর মতো হিট ছবি। ২০১৪-য় অভিনেত্রী রাজনীতির আঙিনায় পা রাখেন। তৃণমূল কংগ্রেস দলের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। এমনকী বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদও হয়েছিলেন তিনি।

Tags :
Sandhya Roy
Next Article