OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মধ্যরাতে বেপরোয়া লরির গতির বলি SI ও Home Guard

বুধবার মধ্যরাতে জাতীয় সড়কে বেপরোয়া লরির গতির বলি হলেন হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানার এক SI ও এক Home Guard। আহত আরও ৩।
10:17 AM Jan 04, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা(Accident) ঘটে গিয়েছে হাওড়া জেলার(Howrah District) উলুবেড়িয়া মহকুমার(Uluberia Sub Division) বাগনানে। জাতীয় সড়কের ওপরে গভীর রাতে একটি বেপরোয়া লরি এসে ধাক্কা মারে পুলিশের গাড়িতে। তাতেই মৃত্যু(Dead) হয়েছে এক SI ও এক Home Guard’র। অপর দুই পুলিশকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন। বুধবার মাঝরাতে বাগনান থানার(Bagnan PS) বরুণদা এলাকায় মুম্বই রোডে ডিউটি করছিলেন বাগনান থানার SI সুজয় দাস(৪৫), Home Guard পলাশ সামন্ত(৩০) এবং দুই কনস্টেবল অলোক বর ও সুকদেব বিশ্বাস। এছাড়াও ছিলেন গাড়ির চালক বক্কর আলি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাগনান থানার বরুণদা এলাকায় কলকাতামুখী লেনের ধারে দাঁড়িয়ে ছিল পুলিশের জিপটি। সেই সময়েই কোলাঘাটের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি ধাক্কা মারে পুলিশের জিপে। পুলিশের জিপটিকে কার্যত দুমড়ে-মুষড়ে দিয়ে চলে যায় ঘাতক লরিটি। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়।

সেখানেই চিকিৎসকরা SI সুজয় দাস ও Home Guard পলাশ সামন্তকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩জনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিন অর্থাৎ বৃহস্পতিনার সকালে অলোক বর ও সুকদেব বিশ্বাসকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় কিছু বাসিন্দার দাবি, পিছন থেকে এসে লরিটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে পুলিশের জিপে। সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির ছাদ উড়ে যায়। সেই সঙ্গে গাড়িটি দুমড়ে মুচড়েও যায়। এই ঘটনায় তাই উচ্চপর্যায়ের তদন্তের সম্ভাবনা থাকছে। SI সুজয় দাসের বাড়ি হাওড়ার বেলুড়ে। Home Guard পলাশ সামন্তের বাড়ি বাগনানের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দীপমালিতা এলাকায়। তবে বর্তমানে তিনি বাগনানে শহরেই থাকছিলেন। ঘটনার পরে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত ৩জনকে দেখতে হাসপাতালে যান।

Tags :
AccidentBagnan PSdeadHome GuardHowrah DistrictSIUluberia Sub Division
Next Article