For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

গর্বের মুহূর্ত! নিউইয়র্কের বিলবোর্ডে প্রকাশিত হল সিধু মুসেওয়ালার ভাইয়ের ছবি

সিধু মুসেওয়ালার জন্য বড় মুহূর্ত: নিউইয়র্কের টাইম স্কোয়ারে তার বাবা এবং নবজাতক শিশুর ছবি উজ্জ্বল হয়ে উঠছে।' ভাইরাল ভিডিওটিতে নবজাতকের সঙ্গে বলকাউর সিংয়ের একটি সহ বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে
11:51 AM Mar 22, 2024 IST | Sushmitaa
গর্বের মুহূর্ত  নিউইয়র্কের বিলবোর্ডে প্রকাশিত হল সিধু মুসেওয়ালার ভাইয়ের ছবি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত গায়ক-র‌্যাপার সিধু মুসেওয়ালার দু বছর পর জন্ম নিল তাঁর ভাই। গত রবিবার ১৭ মার্চ IVF-পদ্ধতির মাধ্যমে মা হয়েছেন সিধুর মা চরণ কৌর। ৫৮ বছর বয়সে ফের গর্ভধারণ, কী করে সম্ভব হল! এই নিয়ে পঞ্জাব সরকারও প্রশ্ন তুলেছেন। সাধারণত IVF পদ্ধতিতে গর্ভধারণ মহিলাদের বয়স হওয়া উচিত ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত, এবং ছেলেদের বয়স হওয়া উচিত ৪৫-৫৫ বছর পর্যন্ত। সেখানে সিধুর মায়ের বয়স ৫৮ এবং সিধুর বাবার বয়স ৬০ বছর। তাই এই বয়সে কী করে সিধুর মা আবারও মা হল, সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। বিষয়টি জানিয়েছিলেন সিধুর বাবা বলকাউর সিং। সে যাই হোক না কেন, গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তাঁর বাবা-মা-সহ সিধুর গোটা গ্রাম।

Advertisement

তাই সিধুর ভাই হওয়ার খুশিতে উত্তেজিত তাঁর গ্রামের বাসিন্দারাও। সিধুর মায়ের মা হওয়ার খবর প্রকাশ্যে আসে গতমাসেই। কিন্তু তাঁর পরিবারের থেকে কিছু জানানো হয়নি। একেবারে ১৭ মার্চ সদ্যোজাত ছেলে কোলে নিয়ে সুখবরটি প্রকাশ্যে আনেন সিধুর বাবা। সঙ্গে পঞ্জাবের মুসা গ্রামে সকলকে মিষ্টিও বিতরণ করেন সিধুর পরিবার। সিধু মুসেওয়ালা ভারতীয় সঙ্গীতমহলের একটি দুর্দান্ত কন্ঠশিল্পী ছিলেন। তাঁর খ্যাতি শুধু দেশে নয়, বিদেশেও পৌঁছেছিল। ২০২২ সালে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবলের কাছে নিহত হয়েছিলেন পঞ্জাবের রকস্টার গায়ক সিধু। সম্প্রতি নবজাতকের নামও প্রকাশ্যে এনেছেন সিধু মুসেওয়ালার পরিবার। ভাইয়ের নাম রাখা হয়েছে শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালার নামেই। সবাই মনে করছেন সিধু মুসেওয়ালাই জন্ম নিয়েছে আবার। এবার আইকনিক টাইমস স্কয়ার বিলবোর্ডে সিধু মুসেওয়ালা, বলকাউর সিং এবং নবজাতকের বৈশিষ্ট্যযুক্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Ludhiana Live (@ludhianalive)

লুধিয়ানা লাইভ নামে ফেসবুক পেইজ একটি ভিডিও শেয়ার করে এটিকে 'বড় মুহূর্ত' বলে অভিহিত করেছে। ক্যাপশনে লেখা, ''সিধু মুসেওয়ালার জন্য বড় মুহূর্ত: নিউইয়র্কের টাইম স্কোয়ারে তার বাবা এবং নবজাতক শিশুর ছবি উজ্জ্বল হয়ে উঠছে।" ভাইরাল ভিডিওটিতে নবজাতকের সঙ্গে বলকাউর সিংয়ের একটি সহ বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ''টাইমস স্কোয়ারের জন্য বড় মুহূর্ত।'' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ''সিং ফিরে এসেছে।''

২৯ মে, ২০২২ সালে পঞ্জাবের মানসা জেলায় নৃশংসভাবে হত্যা করা হয় গায়ক সিধু মুসেওয়ালাকে। তাঁর উপর প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়। তাঁর মৃত্যুর কারণ ছিল আন্তঃদলীয় শত্রুতা। যেখানে উঠে এসেছিল কানাডার গোল্ডি ব্রার এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। ২০২২ সালের ১ জুন তিহার জেলে বন্দি থাকা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিজেই স্বীকার করেছিলেন যে, তাঁর দলবলই সিধুকে হত্যা করেছে। ঘটনার দিন জনপ্রিয় গায়ক SUV-গাড়িতে চেপে তাঁর খালার বাড়িতে যাচ্ছিলেন। প্রকাশ্যে দিবালোকেই তাঁকে খুন করা হয়। জানা যায়, মৃত্যুর আগে তখন তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু হতভাগ্য বাবা-মাকে ছেলের বউ দেখার বদলে দেখতে হল ছেলের মৃতদেহ। ১১ জুন ১৯৯৩ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন শুভদীপ সিং সিধু, পরে তাঁকে তাঁর গায়কী সত্ত্বা সিধু মুসেওয়ালা নাম দেয়। মৃত্যুর আগে তাঁর শেষ হিট গান ছিল 'Scapegoat'। তিনি যেমন Rapper-হিসেবে দক্ষ ছিলেন তেমনি তাঁর কন্ঠে রোমান্টিক গানও ব্যপক হিট হয়েছে। তাঁর একটি অ্যালবাম কানাডিয়ান হিট ১০০-এর চার্ট তালিকায় নাম লিখিয়েছিল, যা কিনা প্রথম ভারতীয় হিসেবে তাঁর নামটা উজ্জ্বল করেছিল। এছাড়াও তিনি ২০২২ সালে পাঞ্জাবে কংগ্রেসের প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় ৬০,০০০ ভোটে তিনি হেরে যান। সেই বছরের ২৯ মে তাঁকে খুন করা হয়। জনসাধারণের মধ্যে এখনও ক্ষোভ রয়েছে, বিশেষ করে যুবকদের মধ্যে। মুসেওয়ালাকে ধনী পাঞ্জাবী গায়কের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হত।

Advertisement
Tags :
Advertisement