For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

চা বাগানে ৬০জন শিশুকে পড়াশোনা করানোর উদ্যোগ কমিশনারের

05:50 PM Feb 26, 2024 IST | Subrata Roy
চা বাগানে ৬০জন  শিশুকে পড়াশোনা করানোর উদ্যোগ কমিশনারের
Advertisement

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: জঙ্গলমহলের পর প্রকৃত সামাজিক বন্ধু হতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে।দার্জিলিং জেলার(Darjelling District) সমতলের দুটি চা বাগানের প্রত্যন্ত গ্রামের আদিবাসী বাচ্চাদের ভবিষ্যতকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নতুন উদ্যোগ নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চা বাগানের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া থেকে খেলাধুলা সমস্ত রকম বিষয় সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি কমিশনারেট।

Advertisement

সোমবার শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যন্ত গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদের হাতে খেলার সামগ্রী তুলে দেন শিলিগুড়ি পুলিশ কমিশনার(CP) সি সুধাকর । সাংবাদিকদের পুলিশ কমিশনার(CP) জানান, বাইশে ফেব্রুয়ারি শুকনা চা বাগান ও গুলমা চা বাগান পরিদর্শনে যান । তিনি বলেন, "প্রত্যন্ত চা বাগান দুটির বাচ্চারা যাতে নেশাগ্রস্ত হয়ে না পড়ে তার জন্য তাদের শিক্ষার ব্যবস্থা করা হল। যাতে সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনা যায়। "

Advertisement

জানা যায় দুটি গ্রাম মিলে প্রায় ৬০ জন বাচ্চাকে (^) Children)সম্পূর্ণ বিনামূল্যে টিউশন পড়ানোর দায়িত্ব নিয়েছে পুলিশ।গুলমা চা বাগানের শিক্ষিকা সুমন লাখরা বলেন, "গ্রামের বাচ্চারা টাকার জন্য শিক্ষা গ্রহণে ব্যর্থ , তাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে "জয় জোহার" স্কুলের মাধ্যমে । পুলিশ কমিশনারের এই উদ্যোগে আমরা খুশি। "এদিকে পুলিশ কাকুদের শিক্ষকের ভূমিকা থেকে শুরু করে অভিভাবকের ভূমিকাতে পেয়ে খুশি চা বাগানের ছেলে মেয়েরা। চা বাগানে যেন এক নতুন ভোরের উদয়।

Advertisement
Tags :
Advertisement