OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সকাল থেকেই মেঘে ঢাকা দক্ষিণবঙ্গ, বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়

বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।
12:06 PM Mar 18, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে দক্ষিণবঙ্গে(South Bengal) অনেকেই ঘুম থেকে উঠে দেখেন আশেপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা। সেই এলাকা কলকাতা হোক কী শহরতলি, শিল্পাঞ্চল হোক কী গ্রাম। সেই সঙ্গে আকাশও ছিল মেঘে ঢাকা। সকাল ৯-১০টা থেকেই কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয়ে মেঘের গর্জন। সঙ্গে বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও বা মাঝারি। হালকা বৃষ্টিও(Rain) হয়েছে কোথাও কোথাও। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন দিনভর চলবে রোদ-বৃষ্টির লুকোচুরি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় এদিন দুপুরের দিকে বা বিকালে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির কারণে আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতাও(Orange Alert)। এদিন বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ(Thunderstorm) সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের দাবি, এদিন অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃ্ষ্টি হবে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া সোমবার শুকনো থাকলেও মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা। তবে বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মোটের ওপর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে মঙ্গল ও বুধবার কলকাতাসহ  দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহকারে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে। এখন ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। তবে মেঘলা আকাশের জন্য গরমও কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে তারপরে কিন্তু বাংলাজুড়েই পারা চড়বে। কমবে বৃষ্টির সম্ভাবনা।

Tags :
KolkataOrange AlertrainSouth Bengal.Thunderstorm
Next Article