For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

টেস্ট ক্রিকেটে নয়া রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

06:10 PM Mar 31, 2024 IST | Mainak Das
টেস্ট ক্রিকেটে নয়া রেকর্ড গড়ল শ্রীলঙ্কা
Advertisement

নিজস্ব প্রতিনিধি : টেস্ট ক্রিকেটে নয়া রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। দলের কেউ সেঞ্চুরি না করেই পাঁচশো রানের গণ্ডি পেরিয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৫৩১ রান। এর আগে কৃতিত্বের অধিকারী ছিল ভারত। বিষেন সিং বেদীর নেতৃত্বাধীন ভারত করেছিল ৫২৪ রান। এবার সেই ভারতকে টপকে গেল শ্রীলঙ্কা।

Advertisement

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার হয়ে অর্ধশতরান করেছেন ছয় জন। কুশল মেন্ডিস ও রামেন্দু মেন্ডিজ ৯০-এর ঘরে আটকে যান। কুশল করেন ৯৩ রান। অন্যদিকে কামেন্দু করেন ৯২ রান। সাকিব আল হাসানের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান কুশল। অন্যদিকে কামেন্দু অবশ্য ম্যাচের শেথ পর্যন্ত অপরাজিত থাকেন। সেঞ্চুরির কাছে গিয়ে থমকে যান দিমুথ করুণারত্নের। অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে ধনঞ্জয় ডি সিলভা ৭০ রান, দীনেশ চাণ্ডিমাল ৫৯ রান ও নিশান মাদুশকা ৫৭ রান করেন।

Advertisement

এর আগে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫২৪ রান তুলেছিল ভারত। ভারতীয় দলের কোনও ব্যাটসম্যানই তিন অঙ্ক স্পর্শ করেননি। মহিন্দর অমরনাথ সর্বোচ্চ ৭০ রান করেন। সুনীল গাভাসকার সহ পাঁচ জন অর্ধশতরান করেছিলেন।

Advertisement
Tags :
Advertisement