For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

লোকসভা নির্বাচনের জন্য গাড়ি ভাড়া প্রকাশ করল রাজ্যের অর্থদফতর

ভোটের জন্য রাজ্যে মোট ১৯ রকমের পরিবহণ মাধ্যম তুলবে নির্বাচন কমিশন। সেই সব পরিবহণ মাধ্যমের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করে দিল রাজ্যের অর্থ দফতর।
01:32 PM Mar 11, 2024 IST | Koushik Dey Sarkar
লোকসভা নির্বাচনের জন্য গাড়ি ভাড়া প্রকাশ করল রাজ্যের অর্থদফতর
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। তবে সেই ঘোষণার প্রাক্কালে যাবতীয় পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সমস্ত মহলে। তারই নমুনা মিললো রাজ্য অর্থ দফতরের(West Bengal State Finance Department) বিজ্ঞপ্তিতে। সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এদিন অর্থাৎ ১১ মার্চ। ওই বিজ্ঞপ্তিতে(Notification) লোকসভা নির্বাচনের সময়ে যে সব গাড়ি(Transport Medium) তোলা হবে তার ভাড়া(Fare Rate) জানিয়ে দেওয়া হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, মোট ১৯ রকমের গাড়ির ভাড়া ঠিক করে দেওয়া হয়েছে। সেই ১৯ রকমের গাড়ির মধ্যে থাকছে যাত্রীবাহী বাস, মিনিবাস, ম্যাক্সি ক্যাব, পণ্যবাহী গাড়ি, ট্রাক্টর, ব্রেক ডাউন ভ্যান, অটো, টোটো, লঞ্চ, ভেসেল, চার চাকার ছোট এসি গাড়ি এবং এসি ওমনি বাস। এই সব পরিবহণ মাধ্যমের জন্য নূন্যতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২,৮৬০ টাকা পর্যন্ত ভাড়া বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে বাস, মিনিবাস, পণ্যবাহী লরির চালক ও খালাসীদের প্রতিদিন ২৫০টাকা করে খাওয়া খরচ দেওয়ার কথাও জানানো হয়েছে। এই হারেই খোরাকি(Meal Charges) পাবেন অনান্য যানের চালক ও খালাসিরা। তবে ঠিক কোন ধরনের কত পরিবহণ মাধ্যম নেওয়া হবে সেটা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী যাত্রীবাহী বাসের জন্য জ্বালানী বাদে ভাড়া দেওয়া হবে ২,৫৩০টাকা করে। মিনিবাসের ক্ষেত্রে তা ২,০৯০ টাকা। চালক সমেত ৬ থেকে ১৪জন পর্যন্ত যাত্রী পরিবহণে সক্ষম এসি ওমনি বাসের ক্ষেত্রে এই ভাড়া জ্বালানী বাদে ১,৫৪০ টাকা। চালক সহ ৭জন পর্যন্ত যাত্রী বহণে সক্ষম এমন ছোট গাড়ির ভাড়া পড়বে জ্বালানী বাদে ৮৯০ টাকা। চালক সহ ৮ থেকে ১৩জন যাত্রী পরিবহণে সক্ষম এমন ম্যাক্সি ক্যাবের ভাড়া জ্বালানী বাদে দেওয়া হবে ১,৩১০ টাকা। চালক সহ যাত্রীসংখ্যা ১৪ থেকে ২২জন পর্যন্ত পরিবহণে সক্ষম এমন ম্যাক্সি ক্যাবের জ্বালানী বাদে ভাড়া দেওয়া হবে ১,৫৬০ টাকা। চালক সহ যে সব এসি চার চাকার গাড়ি ৭জন পর্যন্ত যাত্রী বহণ করতে পারবে তাঁদের ভাড়া দেওয়া হবে ১,২৩০টাকা করে। পণ্যবাহী লরির ক্ষেত্রে ভাড়া বিভিন্ন রকম রাখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে জ্বালানীর খরচ এর মধ্যে ধরা হয়নি।

Advertisement

২ মেট্রিক টন পর্যন্ত পণ্য পরিবহণে সক্ষম এমন লরির ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে ৮৯০ টাকা। সাড়ে ৩ মেট্রিক টন পর্যন্ত ভাড়া ১,৩১০ টাকা, ৬ মেট্রিক টন পর্যন্ত ১,৪৪০ টাকা, ৮ মেট্রিক টন পর্যন্ত ১,৭১০ টাকা, সাড়ে ১৬ মেট্রিক টন পর্যন্ত পণ্য পরিবহণে সক্ষম হলে ২,০৪০ টাকা এবং সাড়ে ১৬ মেট্রিক টনের থেকেও বেশি পণ্য পরিবহণে সক্ষম হলে ভাড়া দেওয়া হবে ২,৮৬০ টাকা। অটোর ক্ষেত্রে জ্বালানী ছাড়া ভাড়া দেওয়া হবে ৫০০ টাকা করে। টোটো এবং ই-রিকশার ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে ৭৭০ টাকা করে। ট্রাক্টর বা ব্রেক ডাউন ভ্যানের ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে ১,৩২০ টাকা করে। লঞ্চ বা ভেসেল যা ৫০জন করে যাত্রী পরিবহণ করতে পারবে তাদের ভাড়া দেওয়া হবে ২,৮২০ টাকা করে। ৫১ থেকে ৭৫জন পর্যন্ত যাত্রী পরিবহণে সক্ষম এমন লঞ্চ বা ভেসেলের ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে ৩,২৩০ টাকা করে। ৭৫জনের বেশি যাত্রী পরিবহণে সক্ষম লঞ্চ বা ভেসেলের ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে ৩,৬৩০ টাকা করে।

Advertisement
Tags :
Advertisement