OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

রাজ্য খাদ্য দফতরের Food SI বা Food Sub Inspector পদে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে দিল CID তদন্তের নির্দেশ।
02:11 PM Apr 23, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গতকাল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) প্রায় ২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নিয়েছে। আর এদিন সেই কলকাতা হাইকোর্টই দিয়ে দিল রাজ্য খাদ্য দফতরের(West Bengal State Food & Supplies Department) Food SI বা Food Sub Inspector পদে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ(Stay Order)। শুধু তাই নয়, আদালতের তরফে এই পদের নিয়োগ পরীক্ষার সময়ে প্রশ্নফাঁসের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার ক্ষেত্রেও এদিন জানানো হয়েছে ঘটনার তদন্ত(Investigation Order) করবে রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন এবং সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন আগামী ১ মাসের মধ্যে এই ঘটনার তদন্ত করে তার রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সেই হিসাবে তিনি ২২ মে’র মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

যদিও প্রশ্ন উঠছে হাইকোর্টেরই আইনজীবী মহলে যে, এই একই তদন্তভার যদি আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-কে দিতেন, তাহলে কী এভাবে ১ মাসের সময়সীমা বেঁধে দিতেন? এর আগে রাজ্যের নানা ঘটনার জন্য যে সব ক্ষেত্রে আদালত CBI তদন্তের নির্দেশ দিয়েছে, সেখানে এই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের জন্য মাসের পর মাস সময় দেওয়া হয়েছে। তাহলে CID’র ক্ষেত্রে এই স্বিচারিতা কেন? সেটা কী ইচ্ছাকৃত? পরিকল্পনামাফিক? যাতে কেউ বলতে না পারে CID-কে তদন্ত করার সুযোগই দেওয়া হয়নি। আর তারপর ১ মাস বাদে যখন তদন্ত অসম্পূর্ণ থাকবে তখন CID-কে অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য হিসাবে তুলে ধরে মামলার তদন্তভার দিয়ে দেওয়া হবে CBI’র হাতে! আদালত এদিন জানিয়ে দিয়েছে, রাজ্যের খাদ্য দফতর Food SI পদে আপাতত পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না এবং কাউকে নিয়োগ করা যাবে না।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে রাজ্য খাদ্য দফতরের Food SI পদে নিয়োগের পরীক্ষা ছিল। ১৬ এবং ১৭ মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। কিন্তু অভিযোগ ওঠে ওই পরীক্ষার ১ দিন আগে ১৫ মার্চ পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। পরে বিষয়টি নিয়ে মামলা করেন এক চাকুরীপ্রার্থী শামিম আহমেদ। মামলার শুনাইতে তাঁর আইনজীবী দাবি করেছেন যে, প্রশ্ন ১ দিন আগেই ফাঁস হয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থীই প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন। কলকাতা ও শিলিগুড়ির পাশাপাশি রাজ্যের নানা জায়গায় সেই পরীক্ষা নেওয়া হয় এবং ওই ২দিনে মোট ৪৮০টি পদের জন্য প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী পরীক্ষা দেন। পরে প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় ৫জনকে গ্রেফতার করে। এদিন আদালত জানিয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত FIR হয়েছে, সবগুলিকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে।

Tags :
Calcutta High CourtCidFood Sub InspectorInvestigation Order.Stay OrderWest Bengal State Food & Supplies Department
Next Article