OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

উচ্চশিক্ষার প্রশিক্ষণের জন্য নতুন প্রকল্প আনছে রাজ্য সরকার

তফশিলি জাতি উপজাতির ছেলেমেয়েরা IIT’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ভর্তি হতে পারে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করতে চলেছে রাজ্য।
10:01 AM Dec 29, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের(SC and ST Students) জন্য নতুন একটি প্রকল্প আনছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। তবে এই প্রকল্পের সুবিধা পাবে না তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়ে নয়, এমন যুবক-যুবতীরা। রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প আগেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষাকেন্দ্রিক বৃত্তি থেকে অন্যান্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামিদিনে তাঁদের জন্য আরও প্রকল্প নেওয়া হবে বলে বৃহস্পতিবার দেগঙ্গার জনসভা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা আগামী দিনে যাতে IIT’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা(Higher Education) নিশ্চিত করতে পারে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করতে চলেছে রাজ্য।

জানা গিয়েছে, নতুন যে প্রকল্প চালু করা হবে তাতে তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠলেই ওই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। সূত্রের খবর, নতুন এই প্রকল্পের নাম আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। তারপর নতুন বছরের প্রথম মাস থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হয়ে যাবে। এই প্রথম পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দেওয়ার বিষয় শুরু হচ্ছে। বছরে প্রায় ২ হাজার তফশিলি জাতি ও উপজাতির পড়ুয়ারা এই প্রশিক্ষণের সুবিধা পাবে। এই কাজে বিশেষজ্ঞ সংস্থা নিযুক্ত করে হবে প্রশিক্ষণের জন্য।

এর আগে একাদশ শ্রেণিতে উঠলে তবেই প্রশিক্ষণের সুযোগ মিলত। এখনও পর্যন্ত প্রায় ২৮৮০ জন প্রশিক্ষিত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২২০০ পড়ুয়া উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগও পেয়ে গিয়েছেন। এখন থেকে এক বছরের জায়গায় দু’বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা। মনে করা হচ্ছে, এই পদক্ষেপে সাফল্যের হার আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে, Group-C, Group-D এবং এই জাতীয় অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করছে রাজ্য। তা চালু হবে জানুয়ারি থেকে। বছরে প্রায় ১৩০০ পড়ুয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে।

Tags :
bengalHigher Education.IITMamata BanerjeeSC and ST Students
Next Article