OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাজ্য পুলিশের গাড়ির চালকেরা হতে পারবেন ASI

নির্দিষ্ট শর্তপূরণ হলে রাজ্য পুলিশের গাড়ির চালকেরাও ASI হতে পারবেন। তবে সেই পদ থানার ASI পদ নয়। সেই পদটি Motor Transport বিভাগের ASI পদ।
11:06 AM Dec 31, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুর দিকেই বড় খবর রাজ্য পুলিশের(West Bengal State Police) গাড়ির চালকদের(Car Driver) জন্য। কেননা এবার থেকে তাঁরা পদোন্নতির(Promotion) মাধ্যমে Additional Sub Inspector বা ASI হওয়ার সুযোগ পাবেন। এতদিন রাজ্য পুলিশের ড্রাইভার পদে চাকরিরত কর্মীদের কোনওরকম পদোন্নতির সুযোগ ছিল না। বছর শেষে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, নির্দিষ্ট শর্তপূরণ হলে রাজ্য পুলিশের গাড়ির চালকেরাও ASI হতে পারবেন। তবে সেই পদ থানার ASI পদ নয়। সেই পদটি Motor Transport বিভাগের ASI পদ। স্বভাবতই এই ঘোষণার জেরে এখন খুশির হাওয়া রাজ্য পুলিশের গাড়র চালকদের মধ্যে। তবে জানা গিয়েছে, এই বিষয়ে আগেই West Bengal Police State Welfare Committee’র কাছে প্রস্তাব গিয়েছিল। কিন্তু সেই ফাইল দীর্ঘদিন ধরে আটকে ছিল। সম্প্রতি রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হয়ে প্রথমেই সেই ফাইলটি চেয়ে পাঠিয়েছিলেন বলে খবর।  

এতদিন রাজ্য পুলিশের গাড়ির চালকেরা যেভাবে চাকরিজীবন শুরু করতেন, অবসরও নিতেন সেই পদ থেকে। তাঁদের পদটি রাজ্য পুলিশের কনস্টেবল পদের সমতুল্য। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কনস্টেবলরা যদি পদোন্নতি পান তাহলে পুলিশের গাড়ির চালকেরা কেন তা পাবেন না। গাড়ির চালকদের মানসিকভাবে উত্সাহিত করাও অত্যন্ত দরকারি। তাই তাঁদের ক্ষেত্রেও পদোন্নতির দরজা খুলে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে ওই সব পুলিশ গাড়ির চালকদের কর্মজীবনের রেকর্ড খতিয়ে দেখা হবে পদোন্নতি করার আগে। সর্ভিস রেকর্ডে কোনও স্বীকৃতি ও শাস্তির ইতিহাস রয়েছে কি না, তাও বিবেচনায় রাখা হবে। সেখানে কালো দাগ থাকলে আটকে যাবে এই পদোন্নতি। উল্লেখ্য, রাজ্য পুলিশের নানা স্তরে পদোন্নতি আটকে রয়েছে। বাহিনীর সব কর্মী থেকে আধিকারিক চাইছেন, দ্রুত এই পদোন্নতির থমকে থাকা জট কেটে যাক। দেখার বিষয় রাজ্য সরকার এক্ষেত্রে কী পদক্ষেপ করে।

Tags :
ASICar DriverMamata BanerjeepromotionWest Bengal State Police
Next Article