OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস নিয়ে দেবরাজের বাড়ি ছাড়ল CBI

দেবরাজ চক্রবর্তীর ২টি বাড়িতে তল্লাশি চালিয়েও কিছুই পেলেন না CBI আধিকারিকেরা। কার্যত খালি হাতেই ফিরতে হল তাঁদের।
05:54 PM Nov 30, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: হাতে Search Warrant নিয়ে সাত সকালেই নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করতে বাড়িতে হাজির হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। বাড়ির কর্তা তখন বাড়ির বাইরে। বাড়িতে CBI এসেছে শুনে তিনিও দ্রুত বাড়িতেই ফিরলেন। তারপর শুরু হল দুই দফার অভিযান। কিন্তু হাতে এল কী? শূন্য। তাহলে কিসের তাগিদে অভিযান? কাউকে কী খুশি করতে হানাদারি? উঠতে শুরু করেছে প্রশ্ন। নজরে বিধাননগর পুরনিগমের(Bidhannagar Municipal Corporation) মেয়র পারিষদ সদস্য তথা শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের দমদম ব্যারাকপুর যুব সংগঠনের সভাপতি দেবরাজ চক্রবর্তী(Debraj Chakrabarty)। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি(Aditi Munshi) আবার রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক এবং বিশিষ্ট সঙ্গীর শিল্পী। এদিন তাঁদের তেঘড়িয়ার বাড়িতেই প্রথমে হানা দেন CBI আধিকারিকেরা। পরে তাঁরা দেবরাজকে নিয়ে হাজির হন দমদম পার্কের বাড়িতেও। কিন্তু কোথাও কিছুই মেলেনি। খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের।

এদিন সকাল ৮টা নাগাদ CBI আধিকারিকেরা দেবরাজের তেঘড়িয়ার বাড়িতে হানা দেন। দলে ছিলেন ৭জন আধিকারিক। হাতে তাঁরা রীতিমত Search Warrant নিয়ে এসেছিলেন। সেই ওয়ারেন্ট দেখিয়েই তাঁরা তল্লাশি শুরু করেন। সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। দুপুর ১টা নাগাদ দেবরাজকে নিয়ে তাঁরা বেড়িয়ে আসেন সেই বাড়ি থেকে। সেই সময় সাম্নায় সময়ের জন্য দেবরাজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, CBI আধিকারিকেরা চলে গেলে এই অভিযান নিয়ে যা বলার তিনি বলবেন। এরপরেই দেবরাজকে নিয়ে CBI আধিকারিকেরা চলে যান তাঁর দমদম পার্কের বাড়িতে। দুপুর পৌনে ৩টে নাগাদ তাঁরা সেখান থেকে বেড়িয়ে যান। এরপরে সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেবরাজ। জানান, ‘ওঁরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন। সে সব দিয়েছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব, সেটাও জানিয়েছি। আমার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু পায়নি। আমাকে ওরা Search List দিয়েছে। আমার Income Tax Return, Bank Statement, আমার পরিবারের সদস্যদের ব্যাঙ্কের নথি, যা যা চেয়েছিল, সব দিয়েছি।’

দেবরাজ আরও জানিয়েছেন, সিবিআই কর্তারাই তাঁকে জানিয়েছেন, তাঁরা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এসেছিলেন। আদালতের নির্দেশ নিয়েই এসেছিলেন তাঁরা। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে দেবরাজ বলেন, ‘আমার নথিগুলি ওরা খতিয়ে দেখার জন্য নিয়ে গিয়েছে। আমি ওদের বলেছি, আরও যদি কোনও নথি লাগে, আমি দেব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। আমাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এ ভাবে হানা দিচ্ছে, কারণ আমরা তৃণমূল করি।’ এর আগেও এক বার দেবরাজ মুখোমুখি হয়েছিলেন সিবিআইয়ের। ২০২২ সালের অক্টেবারে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তলব করেছিল সিবিআই। দেবরাজ তলব পেয়ে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন। তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন। বৃহস্পতিবার সেই দেবরাজের বাড়িতে হানা দিল সিবিআই।

Tags :
Aditi MunshiBidhannagar Municipal CorporationCBIDebraj ChakrabartySearch Warrant
Next Article