For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে উদ্ধার বিখ্যাত হলিউড অভিনেতার মৃতদেহ

প্রাক্তন শিশু অভিনেতা ইভান এলিংসন, যিনি 'মাই সিস্টার'স কিপার' এবং 'সিএসআই: মিয়ামি'-তে অভিনয় করেই বেশি পরিচিতি লাভ করেছিলেন।
01:19 PM Nov 08, 2023 IST | Sushmitaa
লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে উদ্ধার বিখ্যাত হলিউড অভিনেতার মৃতদেহ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক, টলিউড, বলিউডের পর এবার একই কাণ্ডের শিকার হলিউডও। সপ্তাহ দুয়েক আগে হলিউড কিংবদন্তি অভিনেতা ম্যাথু পেরির আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ বিনোদন মহল।তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলি অভিনেতারাও। বাথটবে তিনি ডুবন্ত অবস্থায় উদ্ধার হন, সুতরাং জলে ডুবে তিনি মারা গেছেন নাকি তাঁকে মেরে ফেলা হয়েছে, তা নিয়ে রীতিমতো জলঘোলা হচ্ছে। পুলিশও তদন্তে নেমে পড়েছেন। তবে এই বিষয়টি নিশ্চিত যে, অভিনেতা খুবই অ্যালকোহলিক ছিলেন। যাই হোক, এই ঘটনার দিন কয়েক বাদে ফের আকস্মিক মৃত্যুর খবর হলিউডে। সূত্রের খবর, 'মাই সিস্টারস কিপার' এবং 'সিএসআই: মিয়ামি' ছবিতে অভিনয় করা ইভান এলিংসন (evan ellingson) মাত্র ৩৫ বছর বয়সেই মারা গিয়েছেন। তাঁর মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কোনো কারণ জন্য যায়নি।

Advertisement

প্রাক্তন শিশু অভিনেতা ইভান এলিংসন, যিনি 'মাই সিস্টার'স কিপার' এবং 'সিএসআই: মিয়ামি'-তে অভিনয় করেই বেশি পরিচিতি লাভ করেছিলেন। তবে সূত্রের খবর, তিনিও ম্যাথু পেরির মতো বছরের পর বছর ধরে মাদক আসক্তির সঙ্গে লড়াই করছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম, হাফপোস্টের প্রতিবেদন অনুসারে, তাঁকে ক্যালিফোর্নিয়ার ফন্টানায় দুঃখজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।ইভানের জীবন শুরু হয়েছিল লা ভার্নেতে, যা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। তাঁর তিন ভাই এবং তার ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, অভিনেতা খুবই খেলাধুলাপ্রিয় ছিলেন। অভিনয়ের পাশাপাশি, তিনি স্নোবোর্ডিং এবং সার্ফিং-এর সঙ্গেও একটি সম্বন্ধ ভাগ করে নিয়েছিলেন। তাঁর কাজ সম্পর্কে বলতে গেলে, ২০০৪ সালে, ইভান মেল গিবসন দ্বারা নির্মিত একটি টেলিভিশন সিরিজে অভিনয় করেছিলেন, যেখানে তিনি কাইল স্যাভেজের ভূমিকায় অভিনয় করেছিলেন।

Advertisement

যদিও শোটি এক সিজন পরে শেষ হয়ে যায়, তবুও অনেকেই তার চরিত্রটি মনে রেখেছেন। ২০০৭ সালে, ২৪ ঘন্টা', টিভি শো ইভান এলিংসনকে ষষ্ঠ সিজনে একটি ভূমিকার প্রস্তাব দেয়। তিনি জ্যাক বাউয়ের ভাইপোর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০০৭ এর শেষের দিকে, ইভান CSI: মিয়ামিতে একটি ভূমিকায় অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন, CBS-এ সম্প্রচারিত। তিনি লেফটেন্যান্ট হোরাটিও কেইনের ছেলে কাইল হারমনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

Advertisement
Tags :
Advertisement