OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দমদম-বারাসত সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল

শিয়ালদা ডিভিশনের দমদম-বারাসত সেকশনে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ২৯ তারিখ রাতের দিকে ও ৩০ তারিখ সকালের দিকে গুচ্ছের ট্রেন বাতিল থাকবে।
12:02 PM Jun 28, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশনে(Sealdha Division) আবারও ট্রাফিক ও পাওয়ার ব্লকের(Traffic and Power Block) কারণে হতে চলেছে গুচ্ছের লোকাল ট্রেন বাতিল(Several Local Train's Cancel)। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। তবে তার জন্য মূলত ব্যাহত হবে শিয়ালদা থেকে বনগাঁ ও হাসনাবাদ শাখার ট্রেনের পরিষেবা। দমদম থেকে ব্যারাকপুর, ডানকুনির দিকে পরিষেবা স্বাভাবিকই থাকবে। রেলের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের দমদম-বারাসত সেকশনে(Dumdum Barasat Section) মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ২৯ তারিখ রাতের দিকে ও ৩০ তারিখ সকালের দিকে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। তবে আপ ও ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সময়সীমা এক থাকছে না।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত, অর্থাৎ টানা ১২ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। আবার ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন অর্থাৎ ৩০ তারিখ সকাল সাড়ে ৮টা পর্যন্ত, অর্থাৎ টানা ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এর ফলে ওই নির্দিষ্ট সময়ে ওই দুই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। সেহেতু শনিবার যাত্রা সংক্ষিপ্ত হতে চলেছে একাধিক ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। এই ট্রেনগুলি বারাসত পর্যন্ত আসবে ও সেখান থেকেই ছাড়বে। এছাড়া শনিবার বাতিল থাকছে একটি করে আপ ও ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ও হাসনাবাদ-শিয়ালদা লোকাল। রবিবারও বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে কিছু ট্রেনের।  

ওই সব ট্রেনের মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা, হাসনাবাদ-শিয়ালদা, হাবড়া-শিয়ালদা, বনগাঁ-মাঝেহাট এবং হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল। আবার বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে বেশ কিছু শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ , শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-গোবরডাঙা, মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদা-দত্তপুকুর ও মাঝেরহাট-হাসনাবাদ লোকালের। আবার রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে গেদে-মাঝেরহাট লোকালের। এছাড়া রবিবার বাতিল থাকছে হাসনাবাদ-শিয়ালদা, বনগাঁ-শিয়ালদা, দত্তপুকুর-শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদা, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বরাসত-বনগাঁর মতো কিছু লোকাল ট্রেনও। পাশাপাশি ৩০ তারিখ বন্ধন এক্সপ্রেস ও একটি ডাউন বনগাঁ শিয়ালদা লোকালের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে।

Tags :
Dumdum Barasat Sectioneastern railwaySealdha DivisionSeveral Local Train's Cancel.Traffic and Power Block
Next Article