For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শনি দুপুরে ২ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

আগামি শনিবার অর্থাৎ ১৬ মার্চ বিদ্যাসাগর সেতু দুপুর বেলায় দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত ২ ঘন্টার জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে।
11:13 AM Mar 14, 2024 IST | Koushik Dey Sarkar
শনি দুপুরে ২ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক মাস ধরেই চলছে বিদ্যাসাগর সেতুতে(Vidyasagar Setu) মেরামতির কাজ। কলকাতার(Kolkata) সঙ্গে দেশের মূল ভূখন্ডের সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতুর মেরামতির(Bridge Repair) কাজ শেষ হতে হতে চলতি বছরের পুজো গড়িয়ে যাবে। এখন সেতুর ৬টি লেনের মধ্যে ২টি লেন বন্ধ করে ৪টি লেন দিয়ে দুমুখো যান চালাতে হচ্ছে। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই সেতুতে পুরোপুরি যান চলাচল বন্ধ(Totally Transportation Closed) করে দিয়ে মেরামতির কাজ করতে হচ্ছে। কখনও তার জন্য মাঝরাতের সময়কে বেছে নেওয়া হচ্ছে, কখনও বা দুপুরের সময়কে। সেই সূত্রেই আগামি শনিবার অর্থাৎ ১৬ মার্চ বিদ্যাসাগর সেতু দুপুর বেলায় ২ ঘন্টার জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত এই সেতু দিয়ে কোনও প্রকারের যানবাহণ চলতে দেওয়া হবে না। ইতিমধ্যেই কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

বিদ্যাসাগর সেতু শুধু কলকাতার সঙ্গে দেশের মূল ভূখন্ডের সড়ক পথে সরাসরি সংযোগ সাধন করে না, হাওড়ার সঙ্গেও যোগাযোগ বজায় রেখে চলে। সাধারণ মানুষের পাশাপাশি নিত্যদিন রাজ্যের ভিভিআইপি-রাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কেননা সেতুর টোল ট্যাক্স প্লাজার সামনের রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন(Nabanna)। তাই বিদ্যাসাগর সেতুর গুরুত্ব রাজ্যের মধ্যে সর্বাধিক। যেহেতি শনিবার ২ ঘন্টার জন্য এই সেতু বন্ধ থাকবে তাই ওই সময় সেতু হয়ে যেতে যাওয়া যাবতীয় যানবাহণকে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন ওইসময়ে জিরুট আইল্যান্ড থেকে এজেসি বোস রোডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর পথে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে করে দেওয়া হবে। এরপর সেই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে এগিয়ে যাবে।

Advertisement

এছাড়া হেস্টিং ক্রসিং থেকে কে পি রোডের জন্য ডানদিকেও ঘুরে যেতে পারে গাড়িগুলি। বিদ্যাসাগর সেতুর জন্য জে অ্যান্ড এন আইল্যান্ড সাইড থেকে কে পি রোড ধরে আসা সব ধরনের যানবাহনকে ১১ ফারলং গেট দিয়ে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। আবার খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর পথে যাওয়া যানবাহনগুলিকেও হেস্টিং ক্রসিং থেকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের যাওয়ার নির্দেশ দেওয়া হবে। আবার কলকাতামুখী যানবাহণকে হাওড়ার ফরশোর ধরে হাওড়া ব্রিজ হয়ে আসার কথা জানানো হয়েছে।

Advertisement
Tags :
Advertisement