OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘তৃণমূলকে ভোট দিন, নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না’, আর্জি মমতার

নির্বাচন কমিশন স্যালট টু ইউ। আমরা চাই আপনারা ইমপার্সিয়ালি কাজ করুন। আর যদি না করেন, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না - বার্তা মমতার।
03:36 PM Apr 07, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: সারিধর্মের বক্তব্য হল সত্যই পরম ধর্ম। এটা সাঁওতালরা মেনে চলেন। আর সারনা হচ্ছে মুন্ডা, ওঁরাওদের মতো আদিবাসী গোষ্ঠীর ধর্ম। এরা সবাই প্রকৃতি পূজারী। কিন্তু মোদি সরকার যতদিন থাকবে, ততদিন এই ধর্মকে স্বীকৃতি দেবে না। এই জনবিরোধী সরকার ক্ষমতাচ্যুত হলে তবেই দীর্ঘদিনের দাবি পুরণ হওয়া সম্ভব। শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপনে জনসভা থেকে এমনই দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদি সরকার সরে গেলে সারি ও সারনা ধর্মের স্বীকৃতি কার্যত নিশ্চিত। জঙ্গলমহল সফরের আগেই এই গুরুত্বপূর্ণ বার্তা মমতা দিয়েছিলেন। আর এদিন অর্থাৎ রবিবার সেই জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ‘তৃণমূলকে(TMC) ভোট দিন, নয়তো আগামী দিনে ভারতবর্ষ(India) থাকবে না।’

মমতা এদিন চাঞ্চল্যকর ভাবে আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনকে(ECI)। কাশিপুরের মঞ্চ থেকেই তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্যালট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়। আমরা চাই আপনারা ইমপার্সিয়ালি কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র, ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনও মুখ খুলিনি। যখন মুখ খুলব, তখন দেখবেন আপনার বত্রিশটা পাটি বেরিয়ে গিয়েছে।’ এর পাশাপাশি মমতা দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ‘নেতারা যাঁরা রয়েছেন, সবাইকে বলে যাবো, আরও বেশি করে প্রচারের জন্য সময় দিতে হবে। ওরা কিন্তু ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে, এগুলো ভালো করে নজর রাখতে হবে। কোথাও থাকব, ওরা হোটেলও সব বুক করে নিচ্ছে, যাতে আমরা না থাকতে পারি। বিজেপি ভোট লুট করতে পারে। অস্ত্র দিয়ে, মাদক মিশিয়ে। তাই সাবধানে থাকতে হবে। বিজেপি(BJP) যা করছে, আগামী দিনে মানুষ এদের বর্জন করবে। ঘৃণার সঙ্গে।’

একই সঙ্গে আমজনতাকে মমতা জানান, ‘বিজেপিকে জেতাবেন না, ওরা জিতলে সব কেড়ে নেবে, ধর্ম কেড়ে নেবে, সম্পদ কেড়ে নেবে। লিস্টে যত নম্বরেই থাকুক, নীচের দিকে, ভোটটা তৃণমূলকেই দেবেন। তৃণমূলকে যত বেশি আসন দেবেন, তত বেশি বিজেপি হারবে, আগামীদিনে আমরাই থাকব, আমরাই দেশ গড়ব। ভোট তো দিয়ে দেখলেন। এখানকার সাংসদ কিছু কেরছেন? দেখতে পেয়েছেন? তিনি কালো না সাদা? বিজেপি করলেই সাদা। তৃণমূল করলে কালো। তৃণমূলকে ভোট দিন। নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা সব কেড়ে নেবে। ধর্ম, জাত কেড়ে নেবে। ইডি, সিবিআই লাগিয়ে দেবে। আমরা সব ধর্মের লোককে নিয়ে চলি। আমার সঙ্গে যে মেয়েটি ঘুমায়, তাঁর পদবি বাউরি। মনে রাখবেন, ধর্ম দিয়ে দেশ চলে না। তার জন্য ভাত লাগে। গ্যাসের দাম দেখছেন তো! ভোট এলেই দাম কমে, আর ভোট গেলেই হাজার টাকা বাড়ে। তাই সব দেখে ভোটতা কিন্তু তৃণমূলকেই দেবেন।’

Tags :
BJPEciindiaMamata BanerjeeTmc
Next Article