For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সংকট মিটল শিলিগুড়িতে, রবিবার বিকেল থেকে শুরু জল সরবরাহ

07:29 PM Jun 02, 2024 IST | Mainak Das
সংকট মিটল শিলিগুড়িতে  রবিবার বিকেল থেকে শুরু জল সরবরাহ
Advertisement

নিজস্ব প্রতিনিধি : জলসংকট মিটল শিলিগুড়ি পুরসভা এলাকায়। রবিবার সমস্যা সমাধানের কথা জানিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেইমতো রবিবার বিকেল থেকে শিলিগুড়ির ঘরে ঘরে ফের সরবরাহ হতে শুরু করেছে পানীয় জল।

Advertisement

শিলিগুড়ি পুরনিগমের তরফে জানানো হয়েছে, তিস্তায় বাঁধ মেরামতির কাজ শেষ হয়ে গিয়েছে। শনিবার বিকেলে তিস্তা থেকে জল ছেড়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। এরপর সেই জল পরিশ্রুত করে পানযোগ্য করে তুলে রবিবার বিকেল থেকেই তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র জানান, মহানন্দার জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে চাইলেও মাঝপথে তা থমকে যায়। নদী দূষণের কারণেই জল সরবরাহ থমকে যায়। শুধু মহানন্দাই নয়, জোড়পানি, ফুলেশ্বরী ও সাহু নদীকেও দূষণমুক্ত করা হবে। এই সব নদীকে দূষণমুক্ত করার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নদী থেকে মাটি তোলার কাজ শুরু হয়েছে। এরপর নদী থেকে খাটাল সরানোর কাজ শুরু হবে। তৈরি হবে কমিউনিটি শৌচাগার।

Advertisement

জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফ থেকে জানানো হয়েছে, তিস্তার জল এখন পানযোগ্য। তিস্তার জল উত্তোলন করে তা পরিস্রুত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিলিগুড়ির মেয়র এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘যেভাবে জরুরি পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। পাশাপাশি পুরনিগমের ৪৭ জন কাউন্সিলার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও ধন্যবাদ। জলসংকটের জন্য মানুষের যে কষ্ট হয়েছে, তার দায় আমরা নিচ্ছি।‘

Advertisement
Tags :
Advertisement