For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের ফেরত আনতে টিম পাঠালেন মুখ্যমন্ত্রী

07:45 PM Nov 28, 2023 IST | Sundeep
উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের ফেরত আনতে টিম পাঠালেন মুখ্যমন্ত্রী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া তিন শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে বিশেষ টিম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টিমের নেতৃত্বে থাকছেন দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াঁজো অফিসার রাজদীপ দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে এ কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Advertisement

গত ১২ নভেম্বর আচমকা ধসে উত্তরকাশী সুড়ঙ্গে আটকে পড়েছেন ৪১ শ্রমিক। তাদের মধ্যে বাংলার তিন শ্রমিকও রয়েছেন। তাঁরা হলেন মনির তালুকদার, সেবিক পাখিরা এবং জয়দেব প্রামাণিক। এদের মধ্যে মনির তালুকদার কোচবিহারের, সেবিক পাখিরা হরিণাখালীর এবং জয়দেব প্রামাণিক হুগলির বাসিন্দা। গত ১৭ দিন ধরে একরাশ উদ্বেগ নিয়ে বিনিদ্র রজনী যাপন করছেন তিন শ্রমিকের পরিবার। এদিন দুপুরেই জাতীয় সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়, সুড়ঙ্গ থেকে মুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন আটকে পড়া শ্রমিকরা। যে কোনও মুহুর্তে তাদের সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হবে। ওই খবরেই আশায় নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন আটকে পড়া শ্রমিকদের পরিবার-পরিজনরা।

Advertisement

এদিন সন্ধ্যায় আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে উত্তরকাশীতে বিশেষ টিম পাঠানোর কথা জানান মুখ্যমন্ত্রী। ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি লেখেন, ‘উত্তরকাশীতে আটকে পড়া বাংলার তিন শ্রমিককে ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াজোঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি দল। ওই দলে রয়েছেন শুভব্রত প্রামাণিক, সোমনাথ চক্রবর্তী ও রাজু কুমার সিনহা। ওই শ্রমিকদের উদ্ধারের পরে তাঁদের নিরাপদে নিজের বাড়িতে ফিরে আসার ব্যাপারে সাহায্য করবে ওই দল।'

Advertisement
Tags :
Advertisement