OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মমতা না থাকলে কী হবে বাংলার, জানিয়ে দিলেন সুদীপ

অনেকেই মনে করছেন, দলের ২৭তম প্রতিষ্ঠা দিবসে মমতা ভিন্ন যে তৃণমূলের বা বাংলার কোনও ভবিষ্যৎ নেই সেটা কার্যত বুঝিয়ে দিলেন সুদীপ।
05:34 PM Jan 01, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এদিন সেই দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস(27th Foundation Day)। ১৯৯৮ সালে এই দিনেই তৃণমূল কংগ্রেসের জন্ম দেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০১১ সালের মে মাস থেকে তিনিই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে চলেছেন। দলের প্রতিষ্ঠা দিবসে সেই জননেত্রী তথা বাংলার অভিভাবিকা না থাকলে কী হবে তা প্রকাশ্যেই জানিয়ে দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। যা জানালেন তা নিয়ে এখন রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, মমতা ভিন্ন যে তৃণমূলের বা বাংলার কোনও ভবিষ্যৎ নেই সেটা কার্যত বুঝিয়ে দিলেন সুদীপ।

ঠিক কী বলেছেন উত্তর কলকাতার এই বর্ষীয়ান সাংসদ? এদিন দলের প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে সুদীপ জানিয়ে দেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই দেশের রাজনীতিতে বাংলা আলোচনায় আছে। এত বড় দেশ, ২৯টি রাজ্য, ১৩৪ কোটির দেশ। এই দেশে রাজনীতির যা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনায় প্রথমে রাখতে হয়, কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে, দেশের রাজনীতির যা গতিপ্রকৃতি, বাংলা ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাওয়ার জন্য পাশ থেকে গুঁতোবে।’ কার্যত সুদীপের এই দাবি ঘিরেই এখন চর্চা শুরু হয়ে গিয়েছে।

এটা অস্বীকার করার অবকাশ নেই যে, দেশজুড়ে এখন বাংলার পরিচিতি হয়েই গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য হিসাবে। দেশের সর্ব শক্তিমান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নরেন্দ্র মোদিও সর্বশক্তি দিয়ে নেমেও মমতাকে না হারাতে পেরেছেন, না তাঁর রাজ্যের দখল নিতে পেরেছেন। মমতার এই ক্ষমতাকে সমীহ করেন বিজেপির আদি নেতাদের পাশাপাশি সঙ্ঘের নেতারাও। মুখে হাজারো বিরোধিতা চালিয়ে যাচ্ছেন বিজেপির নেতারা, কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার বাংলার উন্নয়নে মমতার সরকারের একের পর এক সাফল্যে স্বীকৃতি দিতে বাধ্যও হচ্ছে। আবার দেশের বিজেপি বিরোধী জোট INDIA-তেও মমতার দাপট ও গুরুত্ব ক্রমশই বাড়ছে। সোনিয়া গান্ধি - রাহুল গান্ধিরা মমতাকে সর্বোচ্চ ও বাড়তি গুরুত্ব দিয়ে চলেছেন। এমনকি তাতে অপর কেউ শরিক নেতা চটে যাবেন কিনা তাও তাঁরা গ্রাহ্যের মধ্যে আনছেন না। স্বাভাবিক ভাবেই এই মমতা না থাকলে বাংলাকে হয়তো সত্যিই ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে দুধ খাওয়ার জন্য গুঁতোগুঁতি করতে হবে আগামী দিনে।

Tags :
27th Foundation DaybengalMamata BanerjeeSudip banerjeeTmc
Next Article