For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘বিছানায় শুয়ে দুইজন, গায়ে নেই একটুও সুতো’, শোরগোল নরেন্দ্রপুরে

স্বামীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্ত্রীকে যে এভাবে মারধরের মুখে পড়তে হবে তা জেনে এখন এলাকার বাসিন্দারাও অবাক।
02:40 PM Jun 22, 2024 IST | Koushik Dey Sarkar
‘বিছানায় শুয়ে দুইজন  গায়ে নেই একটুও সুতো’  শোরগোল নরেন্দ্রপুরে
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আগেই লুকিয়ে একটা বিয়ে সেরে রাখা হয়েছিল। তারপরেও ঢাকঢোল পিটিয়ে আরও একটা বিয়ে করা হয়েছিল। সেই বিয়ের পরেও নারী শরীরের প্রতি খিদে মেটেনি কলকাতা(Kolkata) লাগোয়া নরেন্দ্রপুর থানা(Narendrapur PS) এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের(Kamrabad GP) বাসিন্দা বাপি নস্করের। এবার শনি সকালে সেই বাপিই তার বউয়ের হাতে ধরা পড়ে গেল প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পূর্ণ নগ্ন অবস্থায়। কেননা দুইজনই তখন সঙ্গমে লিপ্ত ছিলেন। এই ঘটনায় বাপির বৈধ স্ত্রী চেঁচামেচি জুড়ে দিলে বাপি আর ওই অপর মহিলা বাপির বৈধ স্ত্রী রুনু নস্করকে ব্যাপক মারধর করে। সেই ঘটনার পরে পরেই রুনু নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বাপি আর ওই মহিলা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে তাদের সন্ধানে তল্লাশি চলছে পুলিশ। স্বামীর পরকীয়া(External Marital Affair) সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্ত্রীকে যে এভাবে মারধরের(Wife beaten by Husband and his Lover) মুখে পড়তে হবে তা জেনে এখন এলাকার বাসিন্দারাও অবাক।

Advertisement

জানা গিয়েছে, কামরাবাদ এলাকার বাসিন্দা বাপি নস্করের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় রুনু নস্করের। তাদের এক সন্তানও রয়েছে। এর আগেও বাপি নস্করের বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করে বাপি, এখন অন্তত এমনটাই অভিযোগ রুনুর। সম্প্রতি প্রতিবেশী এক মহিলার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ে বাপি। এদিন সকালে দুজনকে একসঙ্গে এক ঘরে ধরে ফেলেন তিনি। রুনুর দাবি, এদিন তিনি যখন ওদের ধরে ফেলেন তখন ওরা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। দেখা ফেলাতে তাঁকে মারধর করা হয়। রুনি জানিয়েছেন, ‘আমার স্বামী প্রতিবেশী এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। আগেও আরও একটা মেয়ের সঙ্গে ছিল। কল্যাণীতেও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেঁসে গিয়েছিল। আজ ওই প্রতিবেশী মেয়েটার সঙ্গে একসঙ্গে ধরে ফেলি। ওরা তখন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। আমি এর আগে বাগানেও ওদের একাধিকবার দেখেছি। আমি প্রতিবাদ করলে খালি বলে বাপের বাড়ি চলে যা। আজ ধরে ফেলতেই ওরা দুজনে আমার ওপর চড়াও হয়। মেয়েটা আর আমার স্বামী দুজনেই আমাকে বেধড়ক মারতে থাকে। প্রাণে মারারও হুমকি দিচ্ছে। আমি চাই ওদের দু’জনের শাস্তি হোক।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement