OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘৩১ ডিসেম্বর মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন’, প্রতিশ্রুতি অভিষেকের

আমাদের জেতান। কথা দিয়ে যাচ্ছি, ৩১ ডিসেম্বর মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন। আমি কাঁধে তুলে নিচ্ছি দায়িত্ব - প্রতিশ্রুতি অভিষেকের।
05:34 PM Mar 22, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের(Purba Burdwan) কাটোয়ায়(Katwa) এদিন নির্বাচনী জনসভা সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)৷ তাঁর এদিনের বক্তৃতাতেও কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রসঙ্গ উঠে এসেছে। মোদিকে এদিন তোপ দেগেছেন তিনি CAA প্রসঙ্গ নিয়েও। তবে সঙ্গে দিয়েছেন গ্যারেন্টিও। পূর্ব বর্ধমান জেলার মানুষকে। বলেছেন, ‘বলেছিল ১৫ লাখ দেব। কেউ ১০ পয়সাও পায়নি। বলেছিল দুই কোটি চাকরি হবে বছরে। একটাও চাকরি দেয়নি। এরা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের ওপর প্রতিশোধ নিয়েছে। বাংলায় হারার পর কেন্দ্র এক পয়সাও দেয়নি। গরিবের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে আনবই। আমাদের সঙ্গে দেখাও করেনি। তবে আপনারা ভাববেন না, আপনাদের ছাদ আর বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে। এদের দয়া দাক্ষিণ্যের দরকার নেই। আমাদের জেতান। কথা দিয়ে যাচ্ছি, ৩১ ডিসেম্বর মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন। আমি আমার কাঁধে তুলে নিচ্ছি দায়িত্ব। আমি ভেবে কথা বলি, কিন্তু কথা দিয়ে কথা রাখি।’

কাটোয়ার সভা থেকে এদিন অভিষেক মোদি সরকার ও বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘আধার ও প্যান কার্ড লিঙ্ক করার নামে মোদিজি এক হাজার টাকা নিচ্ছে। আর দিদি লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার দিচ্ছে। ‘‘ভোট ব্যক্তিকে নয়৷ ভোট শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শর্মিলা সরকারকে নয়। ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসকে। কেউ দেখাতে পারলেন, কেন্দ্র সরকার আবাস যোজনায় টাকা দিয়েছে একুশের ভোটে হারের পরে! দেখালে আমি রাজনীতি ছেড়ে দেব। কোনও বিজেপি নেতা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আপনার ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন। ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর দু'বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদির? আপনার সমর্থন এমন কাউকে দেবেন না যার সঙ্গে বাংলার কোনও যোগাযোগ নেই। যদি প্রমাণ করতে পারেন ২০২১ এর পরে একটাও টাকা দিয়েছেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

এরপরেই অভিষেক মুখ খোলেন CAA নিয়ে। কেন্দ্রজে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘CAA আইন পাশ করেছেন ২০১৯ সালে। নিয়মাবলি ফ্রেম করতে ৫ বছর লেগে গেল? এখন ভোটের আগে বলছেন, CAA করব। এটা আর একটা জুমলা। কবে নাগরিকত্ব পাবেন কেউ জানেন না। এই জুমলার ফাঁদে পা দেবেন না। আপনি ফর্ম ফিলাপ করুন, তারপরে আপনি কোথায় যাবেন, কার কাছ আবেদন করবেন, কিছু স্পষ্ট করে বলা নেই। এই CAA হল NRC-র প্রথম ধাপ। অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি NRC-র কবলে পড়েছে। অসমের মুখ্যমন্ত্রী নাম কী? হিমন্ত বিশ্বশর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। দল দেখে ধর্ম দেখে ভোট দেবেন না। কাজ দেখে ভোট দিন। আমি নবজোয়ার কর্মসূচীতে এই জেলায় এসেছিলাম। আপনারা বলে ছিলেন দাদা দেখেশুনে একটা ক্যান্ডিডেট দেবেন। আপনাদের কাটোয়ার মেয়েকেই প্রার্থী করেছি। উচ্চশিক্ষিত মার্জিত উনি। আপনারা প্রার্থী দেখে নিতে বলেছিলেন। কথা রেখেছি তো!’

Tags :
Abhishek BanerjeeCAAKatwaNarendra modiPurba Burdwan
Next Article